
নানকরা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত।
চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ঈমাম হোসেন শরীফ :
২৮ জানুয়ারী মঙ্গলবার ২০২৫ ইং তারি সকাল ৯ টায় নানকরা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লার উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লার সম্মানিত পরিচালক, কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মুজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব বেলাল হোসাইন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী এ টি এম সিরাজুল হক, এম কে মন্জুর, বিশিষ্ট ব্যাবসায়ী ও আমেরিকান প্রবাসী মোস্তফা কামাল, কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, কর্ণফুলী গ্রুপের ডি জি এম আবু ইউসুফ ভূইয়া, অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাসেম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন ,গাইনী, অর্থো- সার্জারী, সার্জারী, শিশু, শিশু সার্জারী, চক্ষু, নাক কান ও গলা, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক গন সাত শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ফ্রী ঔষধ দিয়ে থাকেন। এলাকাবাসী এ সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এদিকে সভাপতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান ভূঁইয়া বলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামে মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আমরা ইনশাআল্লাহ এই মসজিদটিকে একটি আধুনিক পূর্ণাঙ্গ মসজিদে রুপান্তর করবো যেখানে ইসলামিক রিসার্চ সেন্টার ও পাঠাগার থাকবে, কেন্দ্রীয়ভাবে সকলকে নিয়ে এখানে একটি ঈদগাহের ব্যাবস্থা করা হবে, সর্বোপরি অত্র এলাকার সর্বস্তরের জনগনের দিক বিবেচনা করে এখানে একটি স্হায়ী ক্লিনিক স্হাপন করা হবে যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে অসুস্থ রুগীদের সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য যে মাদ্রাসাটির উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরন, ত্রাণসামগ্রী বিতরন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়ে থাকে।