
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানসহ সামিউল ইসলাম, মোহাম্মদ আলী, এম এ রিপন রবি, জুয়েল রানা, আব্দুল করিম, দুলাল মিয়া ও আব্দুল খালেক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিবছর ব্রহ্মপুত্র নদের ভাঙনে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তা-ঘাটসহ জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। অবিলম্বে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া ভাঙন থেকে মুক্তি সম্ভব নয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।