
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণ কোম্পানিতে সেলর্সম্যান হিসাবে কর্মরত সেলিম মিয়া নামে এক যুবক পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ম্যাচ হিসাবে আলাদা রুমে থাকতেন।
গত (১০ সেপ্টেম্বর) বুধবার রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে পড়লে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনেক ডাকাডাকি করার পরও ঘুম থেকে না উঠলে ৯৯৯ এ থানা পুলিশের কাছে খবর দেয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশ মৃত অবস্থায় তার নিথর মৃতদেহ দেখতে পায়। এসময় তার মুখে ও মেঝেতে বমি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়, তবে তার দেহে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতের খাবারের পর সে আবারও বাহিরে গিয়ে একটি পাউরুটি খেয়েছিল। এ বিষয়ে পুলিশ তার পরিবারের কাছে খবর দিলে তার চাচা এসে থানায় লিখিত এক আবেদনে তার হৃদরোগ আছে বলে উল্লেখ করে। আর কোন অভিযোগ না করায় পরিবারের কাছে কাছে তার মৃতদেহটি হস্তান্তর করে। সেলিম মিয়া সাদুল্লাপুর উপজেলার ভাত গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তার এমন মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।