
মোঃ মোহাইমেনুর রহমান সানা :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার )সকাল ১০ ঘটিকায় জলঢাকা মহিলা দলের উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা দলের নেত্রীবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হেমা আহম্মেদ ।
সভাপতি নাসরিন আক্তার ববি বলেন,”বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। এই দুঃসময়েও নারীরা পিছিয়ে নেই — তারা রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে।”
তিনি আর ও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেওয়া সকল দলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীগের ব্যাপারে সজাগ থাকতে হবে।
সাধারণ সম্পাদক হেমা বলেন
দেশ ও জনগণের মঙ্গল ও কল্যাণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।কারণ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের বর্তমান সংকট থেকে মুক্তি দিতে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জলঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জলঢাকা মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ,ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক ও সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।