
রায়হান শেখ-মোল্লাহাট :
পূর্ব ঘোষণা অনুযায়ী, বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সর্বদলীয় কমিটির উদ্যোগে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ ঘন্টাব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “চারটি আসন কমিয়ে তিনটি করার অন্যায় সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অহিদ। তারা বলেন, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মেজবা, উপজেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেন, সাবেক যুবদল নেতা এস এম মফিজুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, শ্রমিকদল সভাপতি মোহাম্মদ জাহিদুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি শেখ রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদল সভাপতি মোহাম্মদ কালিম মোল্লা, বিএনপি নেতা কাজি রিপনসহ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল সভাপতি হুসাইন সিকদার ও বিএনপি নেতা তাওহীদ সিকদার।
নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ ঘন্টাব্যাপী সর্বাত্মক হরতাল পালন করা হবে। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।