
নীলফামারী প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সৈয়দপুরে উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার বিকেলে পৌর বিএনপি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে এবং সন্ধ্যায় উপজেলা বিএনপি বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ওই কর্মসূচি পালন করে।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। এতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীন হোসেন ও ভারপ্রাপ্ত সম্পাদক ওসমান গনি প্রমুখ।
এছাড়া দলের অন্যান্য পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরআগে পৌর বিএনপি দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করে।
পৌর বিএনপি আয়োজিত দিবসের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য র্যালী। র্যালীকে স্মরণীয় করতে দুপুরের পর থেকে পৌর বিএনপির ১৫ টি ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয়। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। এসময় দলীয় সঙ্গীত পরিবেশন ও বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে দেখা যায় জাতীয় ও দলীয় পতাকা ও রংবেঙের ফেস্টুন, ব্যানারসহ শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। মাথায় লাল সবুজের ক্যাপ ও গায়ে ছিল টি-শার্ট। সকলের মুখে মুখে একটাই শ্লোগান, দেশ গড়েছেন শহীদ জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তারুণ্যের প্রথম ভোট ধানেরশীষ ধানেরশীষ। র্যালীটি গোটা শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে সন্ধ্যায় উপজেলা বিএনপি বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা সভা চলছিল।