
কারিশমা থেকে কারিনা, স্বামী সাইফ আলি খান, রণবীর কাপূর, নীতু কাপূর, আলিয়া ভাট, আদর জৈন ছাড়াও কারিশমা, কারিনার পিসি পিসেমশাইয়েরাও উপস্থিত ছিলেন দিল্লিতে।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপূরের জন্মশতবর্ষ পূর্তি। সে উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। এই উৎসবকে সামনে রেখে মঙ্গলবার ১০ ডিসেম্বর ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যায় গোটা কাপূর পরিবার।
এদিন সকলে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে এর ফাকেই নরেন্দ্র মোদির কাছ থেকে দুই ছেলে তৈমুর ও জেহের জন্য বিশেষ কিছু সংগ্রহ করে নিলেন কারিনা। প্রধানমন্ত্রীর কাছে থেকে তার ‘অটোগ্রাফ’ নিয়ে এলেন বলিউড অভিনেত্রী তার ছেলে তৈমুর ও জেহের জন্য।
প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেজার খুশি বেবো। ঠাকুরদা রাজ কাপূরর জন্ম শর্তবর্ষ উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা লেখেন, ‘মোদিজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। আপনার উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। এ বছর ঠাকুরদার শততম জন্মবর্ষিকী উদ্যাপন করছি আমরা। তার চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তার অবদান, ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে।’
কারিনা আরও লেখেন, ‘তার (রাজ কাপূর) অভিনীত ছবিগুলোকে নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’
দিন কয়েক আগে গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে গিয়ে রণবীর কাপূরও ঠাকুরদা রাজ কাপূরের জন্মশতবর্ষ উপলক্ষে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন।