
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ প্রতিনিধি :
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে ডা.ইব্রাহিম রহমান বাবুর দিক নির্দেশনা ও তত্বাবধানে জেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু থেকে খন্ড খন্ড মিছিল সহকারে প্রায় সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে উক্ত আলোচনা সভায় অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আয়েশা খাতুন। জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন,জেলা বিএনপির সদস্য ও হরিনাকুন্ডুর সাবেক পৌর মেয়র বুলবুলি খাতুন,জেলা বিএনপির সদস্য জমির মোল্লা।
সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান বাপ্পি সহ,বিএনপি,ছাত্রদল,যুবদল, কৃষকদল,শ্রমিকদল,মহিলাদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত,ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মসিউর রহমান সহ বিগত আন্দোলন সংগ্রামে শহীদ সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া করা হয়।