
নুর সাইদ ইসলাম-ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ধামইরহাট এম এম সরকারি কলেজ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলার নয়টি ইউনিয়নের কর্মী ও সুধীবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং নওগাঁ -০২ আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। সমাবেশে অতিথিবৃন্দ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমজীবি মানুষের নাগরিক মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা সভাপতি মোঃ নাসিরুদ্দিন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।