
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আজ বুধবার (২৮ আগস্ট) গাইবান্ধা জেলা জজ আদালতে হাজির হন গাইবান্ধা সদর-২ আসনের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারওয়ার কবির এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র শাহ্ জাহাঙ্গীর কবির মিলন।
জানা যায়, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে পূর্বে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় তারা আদালতে হাজির হলে গাইবান্ধা জেলা জজ কোর্ট তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।