
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ীতে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৭ সেপ্টেম্বর বিকালে সেনেরবাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম,যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল কবীর সজল,দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু,খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।
রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য শেখ আঃ রশিদ, মল্লিক আব্দুস সালাম, এনামুল কবীর, নাজমুস সাকিব পিন্টু,শেখ আনিসুর রহমান,রিয়াজ মোল্যা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সমাজসেবক শামীম আহমেদ জমাদ্দার, বিএনপি নেতা এসএম আঃ মালেক, শেখ আবু সাঈদ,মিকাইল বিশ্বাস, হাবিবুর রহমান বেলাল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা বাশির আহম্মেদ মোল্যা, শফিকুল ইসলাম,এ্যাড তাফসিরুজ্জামান, শামীম আহম্মেদ,সাইফুল্লাহ ইসলাম তুহিন, বাবু মোল্যা, যুবদল নেতা খান সিরাজুল ইসলাম পরাগ, সিহাবুর রহমান, মাঈনুল হাসান, ফরিদ আহম্মেদ, শাহ জামান প্রিন্স, মো: দেলোয়ার হোসেন প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি আইচগাতী বেলফুলিয়া সরকারি কলেজের সামনে থেকে শুরু করে সেনেরবাজার ঘাটে পথসভার মাধ্যমে শেষ হয়।