
নাসরিন আক্তার-বরগুনা :
বরগুনার সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নের পাঠাকাটা গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা ডাকাতির মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারর প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব কার্যালয় মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠাকাটা গ্রামের মৃত আঃ আজিজের স্ত্রী লাইলী বেগম অভিযোগ করেন,বরগুনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম আমারা একই গ্রামের বাসিন্দা। প্রফেসর আব্দুস সালাম অনেক মিথ্যা মামলা দিয়েও তার পক্ষে কোনো রায় না পাওয়ায় আমার নির্দোষ ছেলেদের মিথ্যা ডাকাতি মামলায় জড়িয়ে জেলা হাজতে পাছিয়েছে।
জমা জমি নিয়ে তার সাথে আমাদের মামলা। আমাদের সাথে জমা-জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুস সালাম তার ভাইকে বাদি করে ডাকাতি মামলায় আমার ২ ছেলে মুসা ও ভারসাম্যহীন প্রতিবন্ধী মতুর্জাকে আসামি করে।
আমার ছেলেদের মিথ্যে ডাকাতি মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলে প্রফেসর সালাম ক্ষিপ্ত হয়ে সে ও তার গুন্ডা বাহিনী দিয়ে হুমকি দিতে থাকে তাদের হুমকির কারণে আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভারসাম্যহীন প্রতিবন্ধী সহ সকলের মুক্তি দাবি করছি।