
সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আবেদ মোল্যা (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আবেদ মোল্যা জামরিলডাঙ্গা গ্রামের রকি উদ্দিন মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান,‘‘গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবেদ মোল্যাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’