
বেস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসের নামে প্রতারণার অভিযোগ-
সারোয়ার আলম, ক্রাইম রিপোর্টার, ঢাকা।
বেস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসের এর নামে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। ১২১/৪ ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড, কাফরুল, ঠিকানায় অবস্থিত। শুধু মুন্সীগঞ্জ অঞ্চল থেকে জামানত বাবদ ১,৯৬০০০(এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা দেওয়া হয়েছে যা ফেরত যুগ্য বলেছেন আপনাদের স্টাফ পবন অভিযোগকারী বলেছেন । কিন্তু আপনাকে ফোন করে জামানতের টাকা ফেরত চাওয়া হলে আপনি বলছেন এই টাকা ভর্তি ফ্রি বাবদ নেওয়া হইছে।কিন্তু আপনার স্টাফ ২৬/১২/২০১৭ তারিখ পবন সাহেব ও আব্দুল কাদের সাহেব আমাদের মুন্সীগঞ্জ অঞ্চলের কৃষি ব্যাংক ভবনের সিবিএ এর কক্ষ থেকে ২,০৫০০০/-(দুই লক্ষ পাঁচ হাজার) টাকা ক্যাশ নিলো সেটা কিসের টাকা নিলো। এক বছর না হতেই আবার টাকা নিলেন জামানত বাবদ ক্যাশ ৩৮০০০/- টাকা যার তারিখ ৩০/০৯/২০১৮ স্বাক্ষর করে। এর পর বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ শাখা হিসাব দারির নাম কাজী আব্দুল কাদের ও মোহামুদুর রহমান ব্যাংক একাউন্ট নাম্বার ১০৬৯৮ টাকা পাঠানোর তারিখ হচ্ছে ৪০,০০০/- টাকা তারিখ ২৮/১০/২০১৮। ৪০,০০০/- তারিখ ২৬/১১/২০১৮। ৩৪,০০০/- তারিখ ২৩/১২/২০১৮। ৪৪,০০০/- তারিখ ২১/০১/২০১৯ মোট ১,৯৬০০০/- টাকা যা ভুক্তভোগীরা ফেরত দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
উক্ত প্রতিষ্ঠান মুন্সীগঞ্জসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি কাফরুল থানায় অবহিত করা হয়েছে।