
আকতারুজ্জামান-তানোর :
রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুই কর্মীকে দেয়ালে স্লোগান লেখার সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ ও ছাত্রদল নেতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার কলমা ইউনিয়নের মালবান্দা গ্রামে।
আটককৃতরা হলেন— ভালুকা কান্দর গ্রামের সুকচাঁন আলীর ছেলে গোলাম রাব্বানী (৩৪) এবং মালবান্দা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মোসলেম আলী (৩২)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সরকার পতনের পরও গোলাম রাব্বানী ও মোসলেম আলী আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে তারা বাড়ির দেয়ালে আওয়ামী লীগের প্রচারণার স্লোগান লেখার সময় হাতেনাতে ধরা পড়েন।
এ সময় তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন ও এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। আজ দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।”