
মোঃ মাহবুবুর রহমান সোহেল-স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ভ্রমণে এসে ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে একজনের মরদে*হ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩২), যিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গতকাল বিকালে, যখন তিনজন বন্ধু মিলে মকশ বিলে নৌকায় করে ঘুরতে যান।
হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান। দুইজন সাঁতরে তীরে উঠলেও রফিকুল নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার কাজ শুরু করে, এবং আজ সকালে তার মরদেহ বিলে ভেসে ওঠে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করি। পানি ও স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা বিলম্বিত হয়। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন, মকশ বিল এলাকায় নৌকা ভ্রমণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠলেও নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা নজরদারি ছাড়াই পর্যটকরা নৌকা নিয়ে বিলে নামছেন — ফলে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।