
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোর-চৌবাড়িয়া সড়কের লোবাতলা এলাকায় সড়কের বেহাল দশায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে যাত্রী, চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। ফলে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেক সময় অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনও বিপাকে পড়ে যায়। স্থানীয়দের দাবি, এই সড়কটি তানোর ও আশপাশের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অবহেলার কারণে তা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে লোবাতলা এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিনই দুর্ঘটনার খবর শুনতে হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আতঙ্কে থাকে। দ্রুত সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কারের জন্য রাজশাহী জেলা প্রশাসন ও তানোর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।