
রাজিব হোসেন-শরণখোলা প্রতিনিধি :
শরণখোলা উপজেলায় পানি কমিটি গঠন করা হয়েছে। উপকূলীয় শরণখোলা উপজেলায় সুপ্রিয় পানি, জলবদ্ধতা নিরসন, জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অভিগম্যতা সৃষ্টির জন্য পানি কমিটি গঠন করা হয়।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় অগ্রদূত ক্লাবে ২২ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পানি কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া উপস্থিত সদস্যদের মতামতের উপর ভিত্তি করে সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খোকন সহ ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী উপজেলা পানি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম সহ-সভাপতি মোসাম্মৎ শামসুন্নাহার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম সাংগঠনিক সম্পাদক পারভিন আকন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার মোঃ মহিউদ্দিন বাদল, জিয়া মজিদ, দুলাল ফরাজী, অধ্যাপক বুলবুল শেখ, আব্দুর রহমান, মোঃ লিটন, পারভেজ হোসেন, আশীষ ঋষি, শ্যামলী রানী, হাজেরা বেগম, ফরিদ খান, নাজনীন নাহার। কমিটি গঠন সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণের ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোছাঃ নাজনীন নাহার।
পানি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান।