
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর আগ্রাসী ভাঙনে বিলিন হচ্ছে,ফসলি জমি, বাড়ী, ঘর। অব্যাহত নদী ভাঙনে ফলে ফুলহার ঐতিহাসিক মসজিদ,শ্রী-শ্রী নৃ সিংহ বিগ্রহ মন্দির, শ্রী-শ্রী কালি মন্দির, ঈদগাঁহ মাঠ, ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফুলহার মসজিদ টু ডাঙ্গর ধর সড়ক,নদী পাড়ের ৬৬টি মাঝি পরিবারের বাড়ী,ঘর হুমকির মুখে পড়েছে। তাই রোববার বিকাল ৫টায় থেকে সন্ধা ৬টা পর্যন্ত নদী ভাঙন রোধে নদী শাসন ব্লক/জিও ব্যাগ স্থাপনের কাজের মাধ্যমে স্থায়ী প্রতিকার চেয়ে নদী পাড়ে মানববন্ধন করেছে শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবার।ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অতুল চন্দ্র দাস,ভবানী চন্দ্র দাস,সজল চন্দ্র সরকার,মোমতাজ আলী শেখ,খোরশেদ আলী শেখ,নূর আলম শেখসহ অনেকে।
বক্তরা বলেন, প্রতিবছর বন্যায়, নদী ভাঙনে, নদী গর্ভে বিলিন হয়ে অনেকের বসতভিটা হারিয়ে নি:স্ব হয়েছে।এই নদীর ৫০০ মিটার জায়গায় অব্যাহত নদী ভাঙনে নদী পাড়ের জেলেসহ শতাধিক পরিবার, মসজিদ, মন্দির, রাস্তাঘাট হুমকির মুখে, কখন জানি বিলিন হয়। তাই কার্যকরি নদী শাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের উর্ধতন কতৃপক্ষের কাছে অনুরোধ জানান।