
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
আজ শনিবার, ১৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, সারা দেশের ন্যায় শেরপুর জেলাতেও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শেরপুর জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং সদ্য নবগঠিত শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব হজরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক আবু রাইহান রুপন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুল ইসলাম মামুন,শ্রী জিতেন্দ্র মজুমদার সিনিয়র সহ-সভাপতি শেরপুর জেলা যুবদল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জন্মাষ্টমী হলো শ্রীকৃষ্ণের অবতরণ দিবস, যিনি ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম দমন এবং ন্যায় ও সত্যের পতাকা উড্ডীন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জীবনদর্শন ও কর্ম আজও মানুষের জন্য এক অনন্ত প্রেরণার উৎস। বক্তারা আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে—এটাই শ্রীকৃষ্ণ দর্শনের মূল শিক্ষা।
শোভাযাত্রার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানানো হয়। দিনব্যাপী বিভিন্ন পূজা-অর্চনা, ধর্মীয় গান, আরতি এবং আলোচনার মধ্য দিয়ে জন্মাষ্টমীর এ মহোৎসব শেরপুর জেলায় একটি মহামিলনে রূপ নেয়।