
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সদরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই সহস্রাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
কুমারখালীর এসএসসি ব্যাচ ৯৫ এর উদ্যোগে এবং এশিউর গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী বলেন, আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কুমারখালীসহ কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা আয়োজক, চিকিৎসক ও সহযোগীদের ধন্যবাদ জানান তিনি।
আমি বিশ্বাস করি, যতদিন বাঁচবো ততদিন অভাবী মানুষের পাশে দাঁড়াবো, কষ্টে থাকা মানুষের পাশে থাকবো। যেখানে সমস্যা, যেখানে অভাব, যেখানে কষ্ট সে সেক্টরেই আমি কাজ করবো। ইতিমধ্যে কুমারখালীতে ১০ তলা আধুনিক হসপিটাল করেছি। শুধু কুষ্টিয়া নয়- সমগ্র বাংলাদেশের উন্নয়ন নিয়েই আমার পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসা এবং দলের সিদ্ধান্তে আমি পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাই- তাহলে আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করবো। কারণ, আমি জানি ডেভেলপমেন্ট কি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট কি এবং তা অর্জন করতে হলে কীভাবে এগোতে হয়।
বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি হয়ে একজন রোগী বলেন, আমরা এতদিন গ্রামের দূরে কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পাইনি। আজ এখানে এসে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই উপকৃত। অন্য আরেকজন জানান, বিনামূল্যে ওষুধ পেয়ে আমাদের খরচ বেঁচে গেছে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামের মানুষ আরও উপকৃত হবে।
চিকিৎসকরা জানান, গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা আনন্দিত। ব্যাচ ৯৫ এর স্বেচ্ছাসেবকরাও বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত ভাবে আয়োজন করা হবে।