
মোঃ সাগর হোসেন :
বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমকাদ হোসেনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকালে বিএনপি’র আয়োজনে আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন।
রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন গণতন্ত্রের মা, আপনাদের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজ ৮১ তম জন্মদিন।
তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই আপনারা আমরা গনতন্ত্রের জন্ লড়াই সংগ্রাম করতে পেরেছি। তিনি তার জীবনের সকল হুমকী ভয়ভীতি কে উপেক্ষা করে, তার সামনে তার সন্তানকে পঙ্গু করা সত্ত্বেও আপনাদের উপর ভরসা রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বা কোন অন্যায় সুবিধা গ্রহণ করেননি। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল তবুও তিনি মাথা নত করেননি। তিনি বলেন আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। আগামীতে যে কোন ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রাম করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন আমি ২১ টা মিথ্যা মামলার আসামী ও দীর্ঘদিন কারাগারে ছিলাম। দলের দুর্দিনে দলের জন্য কাজ করেছি, এখনও করে যাচ্ছি। কোন অন্যায়,, অবিচার, চাঁদাবাজি বা সন্রাসী কাজ আমার গ্রুপের কেউ করেনি বা করবেনা
এ ব্যাপারে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা দলের কর্মী হিসেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দলের জন্য কাজ করে যান। দলের মহান নেতা, বিশ্বনেতা তারেক রহমান যে কোন সময় দেশে চলে আসবেন দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যখনি প্রয়োজন হবে তখনি তিনি দেশে আসবেন। আপনারা ধৈর্য্য ধরে দলের জন্য কাজ করে যান সুদিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ।
তিনি গত ৬ তারিখে দলীয় প্রোগামে সর্বোচ্চ উপস্থিতির জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সভাশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাদ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম।