
লালমনিরহাট-২ আসনটি বিএনপি’র জন্য বড়ই চ্যালেঞ্জ
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
জেলা বিএনপি’র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম’র ব্যক্তিগত এবং রাজনৈতিক গ্রুপিং এর কারণে লালমনিরহাট ২ আসন তথা কালিগঞ্জ ও আদিদমারী নিয়ে লালমনিরহাট ২ আসন গঠিত । সেই সম্ভবনাময় আসনে ইতোমধ্যে একাধিক রাজনৈতিক গ্রুপিং এর কারণে এই ঐতিহ্যবাহী লালমনিরহাট ২ আসনের ধ্বস দেখা যাচ্ছে।
বিএনপি’র তৃণমূল কর্মীদের দাবী দুই ভাই (বাবুল-জাহাঙ্গীর)-র পারিবারিক ও রাজনৈতিক বিরোধের কারণে এ আসনে বিএনপি নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ সুযোগের সৎব্যবহার করতে মাট ঘাট এবং বিভন্ন ইউনিয়ন হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যন্ত ব্যাপক কাজ করে যাচ্ছেন জামায়াতের লালমনিরহাট ২ আসনের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু এবং নিজের শক্ত অবস্থানও জানান দিয়েছেন তিনি।
তবে বিএনপি থেকে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল’র নাম শোনা গেলেও দীর্ঘদিন রাজনীতিতে নিক্রিয়ও শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনিও জন সাধারনের মাঝে তেমন সাড়া ফেলতে পারছে না। বিধায় লালমনিরহাট ২ আসনের জনগণ কে হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচনের যোগ্য প্রার্থী এই দ্বিধায় কালীগঞ্জ আদিদমারী এলাকার জনগণ দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে।
তাই লালমনিরহাটের বিএনপির তৃণমূল নেতাকর্মী মনে করে ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে বিএনপি’র হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ আসনে জয়ের মালা ছিনিয়ে আনতে হবে।