
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর উপজেলা প্রতিনিধি :
১৪/ ৮/ ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক তিনটার সময়।
শ্যামনগর উপজেলার, আটুলিয়া ইউনিয়নের, বড় কপুট গ্রামের জয়ন্ত রায় (৫১) পিতা তেজেন রায়, মাতা মায়া রানী রায়।
বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
আজ বৈরী আবহাওয়া সকাল থেকে থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি দুপুরের দিকে বৃষ্টি থেমে গেলে জয়ন্ত হাটার উদ্দেশ্যে রওনা দেয় জয়ন্ত ছিল একজন মানসিক ভারসাম্যহীন।
আবারও বৃষ্টি শুরু হলে জয়ন্ত তার বাসার উদ্দেশ্যে রওনা হয় বাসা থেকে ১০০ মিটার দূরে বজ্রপাতে জয়ন্তের মৃত্যু ঘটে।
এব্যাপারে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু সালেহ বাবু বলেন, জয়ন্ত একজন মানসিক ভারসাম্যহীন জয়ন্তর মৃত্যুর সময় এক কন্যা সন্তান রেখে যায়।
চেয়ারম্যান আরও বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জয়ন্তর পরিবারের পাশে থাকার আশ্বস্ত করেন।