
রংপুর প্রতিনিধি :
ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলার আসামী রংপর আদালতে জামিন নিতে গিয়ে আটক হাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও বাদির পরিবারকে মারপিটের অভিযোগ উঠেছে। এ মারধরের ঘটনাটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সরকারপাড়া গ্রামে ঘটেছে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেনের স্ত্রী শিল্পী বেগম জানান, আমাকে ধর্ষণের চেষ্টা করেন, মৃত্যু ওজি মামুদের ছেলে মোজাম্মেল হোসেন ভগলিত।
এ ঘটনায় বিচার চাওয়ায় আমাকে মৃত্যু আফজাল হোসেন মাষ্টার ও বর্তমান মহিলা মেম্বার ফিরোজা বেগম মুক্তার ছেলে মাহে আলম সরকার জুয়েল ও মানিক মিয়া আমাকে ও আমার স্বামীকে মারপিট করেন। আমি এঘটনায় তারাগঞ্জ থানায় মামলা করার পর আদালতে জামিন নিতে গিয়ে ১ননম্বর আসামী গাঞ্জাখোর ভগলিত আটক হয়।
আদালতে জামিন নিতে গিয়ে আসামী আটক হওয়ায় আবারও ২নম্বর আসামি মাহে আলম সরকার জুয়েলের হুকুমে ১নম্বর আসামি ও ২নম্বর আসামির পরিবার আমাক আমার স্বামী তোফাজ্জল হোসেন এবং আমার মেয়ে বরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর্থ শ্রেণির ছাত্রী তাজমিনাকে মারধর করে। ওই এলাকার সমাজে সেবক বিশিষ্ট ব্যবসায়ী আকমাল হোসেন সাংবাদিকদের জানান, আসামী আদালতে জামিন না পেয়ে নিরপরাধ একটি তোফাজ্জল হোসেনের পরিবারকে মাহে আলম সরকার জুয়েল ও তার পরিবারের লোকজন মঙ্গলবার ১২ আগষ্ট বিকাল ৪টায় মারপিট করেন।
এ মারধরের শিকার আহত ভুক্তভোগীগণ তারাগঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক আহম্মেদ বলেন, একটি পরিবারকে মারধরের ঘটনার কথা শুনেছি। ভুক্তভোগীদেরকে তারাগঞ্জ মেডিকেল ভর্তি হয়ে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি।