
সোলায়মান-স্টাফ রির্পোটার :
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবালয় ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
তার বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে কাজ করতে হবে। জনগণকে জানাতে হবে এই দফাগুলোতে কি আছে এবং কেন তা দেশের জন্য গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দিলে এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে।”
তিনি আরও বলেন, এই ৩১ দফায় রয়েছে কৃষকের অধিকার, সাধারণ মানুষের ন্যায়বিচার, ভোটাধিকার, দরিদ্র মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের রূপরেখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোস্তাক হোসেন (দিপু), আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল; লোকমান হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক; ফেরদৌস, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক; মাসুদুর রহমান (মাসুদ), জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি; রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি; মীর মানিকুজ্জামান (মানিক), ঘিওর উপজেলা বিএনপির সভাপতি; মিজানুর রহমান (লিটন), শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক; মো. নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক; মো. হোসেন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক; আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক; কাজী নাদিম হোসেন (টুয়েল), জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক; মো. রাজা মিয়া (মেম্বার), ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক; হাবিবুল্লাহ নোমানী, জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য; আবদুর রহিম, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক; সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কলিয়া ইউনিয়ন বিএনপি; আমির হামজা পিন্টু, জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।