
জন জাগরণ ডেস্ক :
আমিনুল ইসলাম রিপন একটি সংগ্রামী নাম, যার জীবনের সাথে লেখা আছে ১৭ বছরের সংগ্রাম। তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ছিলেন সম্মুখ যোদ্ধা, সাবেক ছাত্রদলের কাফরুল থানার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমনকি তিনি ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি দায়িত্ব পালন করছেন। আজকে সেই কলম যোদ্ধার শুভ জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর প্রেসক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
আপনারা অনেকেই জানেন এই সংগ্রামী সভাপতি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি প্রায় এক বছর ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহ পাক উনাকে দ্রুত সুস্থতা দান করুন।
তিনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জনাব তারেক রহমানের সংগ্রামী যোদ্ধা।
দীর্ঘদিন অসুস্থতার কারণে ঢাকা মিরপুর প্রেসক্লাব এখনো অগোছালো আছে এর কারণ কিছু দুষ্টচক্র আওয়ামী ঘরনার লোকজন এটাকে বারবার গ্রাস করার চেষ্টা করেছে। আমিনুল ইসলাম রিপন একটা বলিষ্ঠ কন্ঠস্বর সে দীর্ঘ ১৭ বছর এই প্রেসক্লাবের আওয়ামী পন্থীদের কোন ঠাসা করে রেখেছিলেন।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ইনশাল্লাহ সংগ্রামী সভাপতি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং আগামী ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখে ২৪ গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের সভাপতিত্ব করবেন। আগামী দিনে মিরপুর প্রেসক্লাব হবে সাংবাদিকদের প্রেসক্লাব এখানে কেহ যেন অন্যায় অত্যাচার জুলুমের শিকার না হয় সেদিকে সাংবাদিকরা সর্বদা নিউজ কভার করতে সচেষ্ট থাকবে।
তিনি আরো বলেন, প্রিয় সহকর্মী আমিনুল ইসলাম রিপন খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার এসে নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলবেন এবং লিখবেন এই প্রত্যাশাই তার জীবন যেন মহান আল্লাহ পাক দীর্ঘজীবী করেন। আমি দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া কামনা করি।