
মো: আবীর হাসান-সাভার :
সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাভার মডেল থানাধীন সাভার নিউমার্কেটের সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত নারীর নাম সালমা আক্তার ইতি (২৫)। তিনি সাভারের অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, ইতি অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে টাকা ও বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”