
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কালিয়াকৈরে শিমলতলী ব্রিজের দক্ষিণ পাশে কিশোর অটোচালক মো. লাবিব (১৬)-কে গলায় আঘাত করে অটো ছিনতাই করেছে মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনায় লাবিবের গলায় গভীর ক্ষত হয় এবং পরে হাসপাতালে তাকে ২৫টি সেলাই দিতে হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিমলতলী হাসপাতালে ভর্তি করেন।
লাবিব ও সেলিম দুজনই পেশায় অটোচালক এবং প্রায় পাঁচ মাস ধরে একে অপরের পরিচিত ছিলেন। ঘটনার আগে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না। আঘাত করার পর সেলিম লাবিবের নিকট থাকা অটো ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় আহতের মা মোছা. লায়লা বেগম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।