
মোঃ রাজিউর রহমান :
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এমন নিষ্ঠুর হামলা শুধু ব্যক্তিকেই নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
মানববন্ধন শেষে ভোলা প্রেসক্লাবের হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
প্রতিবাদ সভায় ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, যদি এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হয়, তবে ভবিষ্যতে সাংবাদিকরা আরও বেশি ঝুঁকির মুখে পড়বেন। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।