
মো: আল-আমিন-স্টাফ রিপোর্টার :
বরগুনায় লাইসেন্স বিহীন ও অনুমোদন ছারা বিভিন্ন হসপিটাল, ক্লিনিক এবং অনেক ফার্মেসিতে কিছু অসাধু চিকিৎসক গরীব দুঃখী মেহনতী মানুষকে চিকিৎসার নামে হয়রানি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
তারা অনুমোদিত না হওয়ার পরেও রোগীর কাছ থেকে ফী নিচ্ছে এবং বিভিন্ন প্রকার টেস্ট এর একটা ফর্দ ধরিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে অসহায় রোগীরা হয়রানি হচ্ছে এমনকি কিছু ভূয়া ডাক্তার জটিল রোগের অপারেশন করে থাকে এই অপারেশনের মাধ্যমে অনেক রোগী বড় ধরনের মরনব্যাধী রোগ যেমন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। একটা ভুল চিকিৎসার কারনে একটা পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে।
এ সম্পর্কে বরগুনা জেলার সিভিল সার্জন আবদুল্লাহ আল ফাওাহ সাহেব গন মাধ্যম কর্মীদের এক সাক্ষাৎ কারে বলেন অবৈধ সব ডাক্তারদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষনা করছি এবং অল্পতেই প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরো বলেন আমি এবং আমার অফিস দুর্নিতী মুক্ত। অবৈধ কাউকেই কোন ছার দেয়া হবেনা। অবৈধ ডাক্তাদের সম্পর্কে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপ-পরিচালক লোকমান হাকিম মহাদয় মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েন স্বাস্থ্যই সকল সুখের মূল এবং এই স্বাস্থ্য খাত নিয়ে কেউ কোন অবৈধ বানিজ্য করতে চাইলে তাকে কোন ছাড় দেয়া হবেনা তাতে সে যেই হোক।