
নিজস্ব প্রতিবেদক :
৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ ঢাকায় একটি বিজয় র্যালির আয়োজন করে, ঢাকা ক্যান্টনমেন্ট থানা বিএনপি ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি বিজয় র্যালির নেতৃত্ব দেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির অন্যতম যুগ্ন আহবায়ক রশিদ উদ্দিন বাবুল, যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, যুগ্ন আহবায়ক মিয়াজ উদ্দিন, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম রতন, আহবায়ক সদস্য হানিফ গাজী এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান রনি সহ হাজার হাজার নেতাকর্মী।
র্যালিতে ঢাকার বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ নেতাকর্মীতে আজকে সারা রাজধানী ছিল লোকারণ্য। ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, এই দিনটি শুধু একটি রাজনৈতিক স্মারক নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসলের এই বিজয়।
যুগ্ম আহবায়ক জিন্নাত আলী বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজ বিএনপি’র প্রধান লক্ষ্য, গণতন্ত্র ও দেশে স্বাধীনতা রক্ষায় প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
যুগ্ন-আবায়ক শফিকুল ইসলাম রতন বলেন, আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আজ খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, একটি নির্বাচনের মাধ্যমে অতি দ্রুত গণতান্ত্রিক সরকার আশা করেন।
১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু বলেন, আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্তির এক বৎসর যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
১৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান রনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মামলা মোকদ্দমা ও হয়রানির শিকার হয়ে দেশ আজকে ফ্যাসিস মুক্ত, কিন্তু ভবিষ্যতে যেন তারা মাথাচড়া দিয়ে উঠতে না পারে সেই দিকে সকলকেই সচেতন থাকতে বলেন।
বিজয় র্যালিটি পল্টন বিএনপি পার্টি অফিস থেকে শুরু করে বাংলামটরে গিয়ে শেষ হয়।