
সাইমন :
রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
এর আগে শাহবাগ থানায় করা মামলায় খায়রুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ২০১১ সালের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরি সংক্রান্ত নারায়ণগঞ্জের একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সবশেষ শাহবাগ থানার মামলায় খায়রুল হককে রিমান্ডে নেওয়া হলো। আইন ও বিচার অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে।