
সাইমন :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, একটি প্রাইভেট মাইক্রোবাসে করে পরিবারটি ওমান ফেরত এক প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। পথে মাইক্রোবাসটি পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালকসহ চারজন কোনোমতে বেরিয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা সাতজন পানির নিচে আটকা পড়ে মারা যান।
মোজাম্মেল হক আরও জানান, চালকের চোখে ঘুম আসার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ভ্রমণের পর চালকরা পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে গাড়ি চালালে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপত্তা বাড়াতে ও চালকদের সজাগ থাকার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।