
মাসুম রানা :
পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর অ্যাপারেল ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হলেন ফ্রেন্ডস অ্যাপারেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এ.এম. মাহমুদুর রহমান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এ.এম. মাহমুদুর রহমান ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিঃ এবং উইনওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে বিজিএমইএ স্টান্ডিং কমিটির ট্রেড অরবিট্রিশেন বোর্ডের সদস্য। ইতিপূর্বে একই ক্লাবের নির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
জনাব রহমান ইতিপূর্বে বিজিএমইএ স্টান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে Market Development এবং কো-চেয়ারম্যান হিসেবে আইএলও, লেবার অ্যাফেয়ার্স এবং সদস্য হিসেবে ইউপি/ ইউডি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও এ.এম. মাহমুদুর রহমান দুই মেয়াদে “উত্তরা ক্লাব লিমিটেড” এ ‘পরিচালক প্রশাসন’ সহ মোট পাঁচ মেয়াদে নির্বাচিত পরিচালক ছিলেন।
তিনি ছিলেন সাবেক সভাপতি বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর, রোটারী ক্লাব- ডিসট্রিক্ট ৩২৮১ এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর, গুলশান জগার্স সোসাইটি এবং বনানী সোসাইটির সাবেক নির্বাচিত সদস্য, অল কমিউনিটি ক্লাব লিমিটেড” এর সাব কমিটির সদস্য, এবং সাবেক সদস্য এফবিসিসিআই।
জনাব এ এম মাহমুদুর রহমান চট্টগ্রাম ক্লাব, উত্তরা ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাব, ঢাকা বোট ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বনানী ক্লাব, আর্মি গলফ ক্লাব, অল কমিউনিটি ক্লাবের আজীবন সদস্য।