
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের বাজার এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), তিন কনস্টেবলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
এই ঘটনা ঘটে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা থানা পুলিশের একটি দল পালেরচর বাজারে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে কিছু উত্তেজিত ব্যক্তি পুলিশের কাজে বাধা দেয় এবং অতর্কিতে হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় জাজিরা থানার এসআই রাম কৃষ্ণ বাদী হয়ে শুক্রবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। পুলিশের উপর হামলার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”