
মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজার, ২৪ জুলাই ২০২৫ — বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নিপীড়নের ইতিহাস তুলে ধরে বলেন, “মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের মাসের পর মাস জেল খাটতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে কারাগারে ঢোকানো হয়েছিল।” তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ও বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। অবশেষে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে” ।
জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় রিজভী ঘোষণা দেন, “বিএনপির কোটি কোটি সমর্থক রয়েছেন। এবার আমরা এক কোটি সদস্য সংগ্রহ ও নবায়ন করবো”। তিনি বিএনপির জনসমর্থনের শক্তিকে স্বীকৃতি দিয়ে বলেন, “স্বৈরশাসন বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে” ।
সভায় বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ জানান,১৫ সেপ্টেম্বরের মধ্যে গোপন ব্যালটে মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জান মিল্লাতসহ নেতৃবৃন্দ সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন ।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য উপস্থিতি:
– জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন (সভাপতি)
– সদস্য সচিব আব্দুর রহিম রিপন
– সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী
– সাবেক জেলা সভাপতি এম. নাসের রহমান
– ৭ উপজেলা ও ৫ পৌরসভার শীর্ষ নেতারা ।
প্রেক্ষাপট: রিজভীর বক্তব্যে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপির উপর নির্যাতন, গুম-খুনের অভিযোগ এবং জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের ইতিহাস ।