
সুমন খান :
ঢাকা মহানগর উত্তর আওতাধীন শাহআলী থানা যুবদল নেতা আসিফ শিকদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে, রাজধানীর শাহ আলী থানাধীন ঈদগা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাযায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক আমিনুল হক ও মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়কগণ, এছাড়া ও যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মোস্তফা জগলুল পাশা পাপেল , শাহ আলী থানার প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক কায়সার পাপ্পু,এবং ৮ নং ওয়ার্ডের , সভাপতি হাফেজ সাইফুল রহমান লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৯৩ নং ওয়ার্ডের সভাপতি আফসার আলম খান সেলিম , যুগ্ন আহ্বায়ক বাবুল খান ,যুগ্ন আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দেওয়ান , যুগ্ন আহ্বায়ক শামসুল কবির, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম খোকন ,সদস্য শাহ কামাল হোসেন, রাজু, সদস্য মাসুম বিল্লাহ সবুজ সহ
বিএনপি যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেতা কর্মীরা।
অংশগ্রহণ কারী নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন যুবদল নেতা আসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য গত ১৯ জুলাই রাতে আসিফ সিকদারকে যৌথ বাহিনী আটক করে নিয়ে যায় এরপর পুলিশের কাছে হস্তান্তর করে, নিহত আসিফ শিকদারের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়,