
মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজার সদর উপজেলায় ২৩ জুলাই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজউদ্দিন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, ডা. বর্ণালী পাল, একাটুনা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ রুমেন আলী, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
সভায় এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সামাজিক অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা হয়। ইউএনও মোঃ তাজউদ্দিন তাঁর বক্তব্যে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
সভায় মাদকবিরোধী অভিযান তীব্রকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী মাসে এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনার জন্য পরবর্তী সভার তারিখও নির্ধারণ করা হয়েছে।