
সাইমন :
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শেওড়াপাড়ার শামীম সরণিতে অবস্থিত একটি ছয়তলা ভবনে। হঠাৎ করেই ভবনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে দ্রুতই ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।
ফায়ার সার্ভিসের থেকে সরজমিনে দৈনিক জন জাগরণ প্রতিনিধি জানতে পারে , অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে এখন পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তখন বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
আপাতত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও এলাকার মানুষজনকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ধার অভিযান ও অগ্নি-নির্বাপন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সঠিক ক্ষয়ক্ষতি ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয়।