
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
১৮ জুলাই ২০২৫, শুক্রবার মহান গণঅভ্যুত্থান মাস জুলাই-আগস্টে শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় শেরপুর জেলা বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ মৌন মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। একই দিনে জেলা কৃষক দলের ব্যানারে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ, যেখানে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন দলীয় নেতারা।
বিএনপির মৌন মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি সকালে জেলা বিএনপির অফিস থেকে মৌন মিছিল শুরু হয়ে থানা মোড় যেয়ে শেষ হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিটি শেষ হয় একটি প্রতীকী বৃক্ষরোপণ আয়োজনের মধ্য দিয়ে।থানা মোড় মুক্ত মঞ্চে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদস্য শহিদুল ইসলাম জিপি, মোঃ জাফর আলী, এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা।
বক্তারা বলেন, “বিএনপি শহীদদের স্মরণে শুধু শোক নয়, প্রতিশ্রুতি ও দায়িত্ব নিয়েই এগিয়ে যায়। শহীদের ত্যাগের কথা স্মরণ করেই আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার এক সামাজিক অঙ্গীকারও বটে।”
জেলা কৃষক দলের প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি এদিকে একই দিনে শেরপুর জেলা কৃষক দলের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রঞ্জু, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।
তারা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে এবং শহীদ জিয়ার নাম নিয়ে যদি আবারও মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাহলে বিএনপি ও কৃষক দল ঘরে বসে থাকবে না—রাজপথেই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
নেতৃবৃন্দ বলেন, কৃষকের অধিকার, গণতন্ত্রের মুক্তি ও দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে কৃষক দল আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।
পরিশেষে নেতৃবৃন্দের বার্তা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নেতারা দলীয় ঐক্য এবং মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন বেগবান করতে হবে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তার জন্যই আমাদের এই প্রয়াস।”