
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড অপপ্রচার এবং মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
১৭ ই জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।
এতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে এই শ্লোগানে মুখর করে তুলেন পুরো শহর, এতে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাসুদ সভাপতি জেলা যুবদল শেরপুর, সাদ্দাম হোসেন সুমন সহ-সভাপতি জেলা যুবদল শেরপুর, আতাহারুল ইসলাম আতা সাধারণ সম্পাদক জেলা যুবদল,এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীবৃন্দ।
তারা বক্তব্যে হুঁশিয়ার দিয়ে বলেন আগামী দিনে এমন যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে যুবদল সর্বদা রাজপথে থাকবে।
সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে ভিক্ষুক মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।