
জুলফিকার আলী জুয়েল :
১৬ জুলাই গোপালগঞ্জে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলন ও সামাজিক অন্যায়ের প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ছাত্র ও শ্রমিকরা একত্রে অংশগ্রহণ করেন এবং দেশব্যাপী বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম শাওন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দলের সহ-সভাপতি মোঃ সিফাত হোসেন, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা কলেজ শাখার মুখ্য সংগঠক তামিম আকন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সদস্য নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তন্ময় দেব নাথ।
বক্তারা জাতীয় ঐক্যের গুরুত্ব আরোপ করে বলেন, “দেশের সকল শ্রেণির মানুষকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।” তারা সরকারের কাছে দ্রুত ন্যায়বিচার ও প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করে এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় প্রতিরোধে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আশ্বাস প্রদান করেন।