
সাইমন :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, “আন্তর্জাতিক শ্রম মানদণ্ড ও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শ্রম কল্যাণ কেন্দ্র আয়োজিত পাঁচ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোর্সে শ্রম আইন, কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সচিব জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, যৌথ দরকষাকষির প্রক্রিয়া, শিশুশ্রম নিরসন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং গৃহকর্মীদের সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধনসহ শ্রমিক কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শ্রম কল্যাণ কেন্দ্রগুলোর ভূমিকা তুলে ধরে সচিব বলেন, এই কেন্দ্রগুলো শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা, বিনোদন এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. তারিকুল আলম। আরও উপস্থিত ছিলেন শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রেডিসন ব্লু হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।