
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড় এলাকায় এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন, যখন তার মোটরসাইকেলের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ রাস্তায় ছিটকে পড়ে, আর ব্যাগে থাকা গাঁজা ছড়িয়ে পড়ে সড়কে।
ঘটনাটি দেখে উপস্থিত জনতা সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী, গাঁজাসহ ব্যাগ ও গাড়িটি আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়।
স্থানীয়রা জানায়, সড়কে দুর্ঘটনার এমন দৃশ্যের পর ব্যাগ থেকে গাঁজা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।