
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ান (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ১৪ জুলাই সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন সুলতানপুর পাকা রাস্তা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল।
সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী, কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৪ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন তালশাড়ী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটকৃত মালামালের সর্বমোট মূল্য ৭ লক্ষ ৪৯ হাজার টাকা।