
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত “আঞ্জুম তেলের পাম্প”-এ ৭১ টিভি বাংলা গাজীপুর মহানগর প্রতিনিধি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে অকথ্য গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন গত ১২ জুলাই ২০২৫, সকাল ৭টা ৩০ মিনিটে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন তিনি মোটরসাইকেলে তেল নিতে গিয়ে আঞ্জুম তেলের পাম্পে উপস্থিত হলে সেখানকার কর্মচারী মোঃ রহিজ উদ্দিন (সাং: দেওয়ালিয়াবাড়ী) তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, “তুই এই পাম্পের বিরুদ্ধে মিথ্যা নিউজ করছিস, আবার তেল নিতে আইসোস? সাহস তো কম না, রাতে আসলে তোকে মাইরা গুম কইরা ফেলতাম।”
চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে পাম্পের এক কর্মচারী তাকে তেল সরবরাহ করেন এবং তিনি নিরাপদে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মে ২০২৫ তারিখে এই পাম্পে অবৈধ গ্যাস সিলিন্ডার সরবরাহের একটি সংবাদ প্রকাশ করেন সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক দেলোয়ার হোসেন। এরপর থেকেই তিনি বিভিন্ন হুমকি ও চাপের মধ্যে রয়েছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনার পেছনে পাম্প কর্তৃপক্ষের ইন্ধন থাকতে পারে এবং ভবিষ্যতে তাঁর জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
ঘটনার বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাংবাদিক দেলোয়ার হোসেনের উপর এই নির্যাতনের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শিল্প বিষয়ক সম্পাদক সাংবাদিক মো: আলমগীর হোসেন এই ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, “সংবাদকর্মীদের উপর যেকোনো আক্রমণ রাষ্ট্র ও গণতন্ত্রের উপর আঘাত। সাংবাদিকরা কোনো দলের বা গোষ্ঠীর হয়ে নয়, বরং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। এই ধরনের ঘটনা সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ সাংবাদিক দেলোয়ারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
দেশে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার টিকিয়ে রাখতে হলে এ ধরনের ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে — এমনটাই এখন সারাদেশের গণমাধ্যমকর্মীদের প্রত্যাশা