
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন রোবায়েত ও ৬ ইন্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২৪০ লিটার বাংলা মদ ও ২ টি মোবাইল জব্দ সহ ৩ জন কে আটক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ ঘন্টা ব্যাপী এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন সাঘাটা উপজেলা বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের মৃত ভোলাতনের ছেলে, চিচুয়া রাম তার ছেলে শ্রী সুনিল বাবু, ও মৃত শংকরের ছেলে বিনেশ চন্দ্র।
পরে জব্দকরা মদ, মোবাইল ও আটককৃতদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।