
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা আইচগাতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকাল ৪ টায় অনুষ্ঠিতহয়।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক টিম প্রধান জায়েদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপসা, তেরখাদা- দিঘলিয়ার ধানের শীষ এর প্রার্থী আজিজুল বারী হেলাল এর পক্ষে এখন থেকে জনগণের দারে দারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে।
আগামী দিনে উন্নত ও নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য ধানের শীষ এর কোন বিকল্প নেই। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সকল প্রকার অপ প্রচার থেকে এই অঞ্চলে মানুষকে সজাগ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রনু, আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, শাহানাজ পারভীন, রেহেনা পারভীন, পলি আক্তার,সেখ আবু সাঈদ, সরদার ফরিদ আনোয়ার, আজিজুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আব্দুর রহমানসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।