
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার স্ত্রী ও সন্তানরা থানায় এসে মরদেহটি শনাক্ত করেন। বুধবার (৯ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩৫)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মংলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন অটোচালক। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিবার থানায় এসে মরদেহ শনাক্ত করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।” পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।